জেনে রাখুন : কাজে আসবে
কানের মধ্যে সুর বাজছে কিন্তু গানটি মনে পড়ছে না, কিভাবে গানটি পেতে পারি?
শেখ যাহিদ ফুয়াদ : এই প্রশ্নটি আমারই করা। একটি গান কেউ একজন আমাকে গেয়ে শুনিয়েছিল। গানটা ক’দিন ধরে কানের মধ্যে বেজে চলছে কিন্তু কিছুতেই মনে আসেনি। শুধু শুধুই গুন-গুন করে যাচ্ছি আর নষ্টালজিয়ায় কাতর হচ্ছি। প্রশ্নের উত্তর না পেয়ে গুগুলকে প্রশ্ন করলাম। তারপর মুক্তি! আহ্ কি শান্তি।
কোনো গান কি আপনার মাথায় আটকে আছে? গানটির সুর মনে আসছে গানটি মনে আসছে না? আজ থেকে শুরু করুন, আপনি আপনার কানের মধ্যে বাজতে থাকা এই সমস্যার সমাধানের জন্য গুগলে গুনগুন, শিস দিয়ে গাইতে পারেন। আপনার মোবাইল ডিভাইসে, গুগল অ্যাপের সর্বশেষ সংস্করণটি খুলুন অথবা আপনার গুগল সার্চ উইজেটটি খুঁজুন, মাইক আইকনে ট্যাপ করুন এবং বলুন “হোয়াট ইজ দিস সং?” অথবা “সার্চ এ সং” বাটনে ক্লিক করুন। তারপর ১০-১৫ সেকেন্ডের জন্য সুরটি গুনগুন শুরু করুন। ব্যাস পেয়ে যাবেন আপনার গান।
ধন্যবাদ।
মোবাইল থেকে কোনো কিছু ডিলিট করা হলে, আসলে সেইগুলি কোথায় যায়?
Virtual World-এ একটা ভয়ানক কথা আছে, যেটা সাধারণ মানুষকে বলা হয় না।
There is NO such word in the Virtual World, as “permanently expunged“. All are retrievable in one way, or the other!
এই কথাটা কতটা সত্যি, সেটা এখন তোমরা বুঝতে পারবে।
এই প্রশ্নটার আগে থকেই একটা খুবই সুন্দর উত্তর আছে। তার পরেও আমি লিখতে যাচ্ছি, তার কারণ, সেই উত্তরদাতা তাঁর দৃ্ৃষ্টিভঙ্গি থেকে উত্তরটা দিয়েছে; আমি আমার থেকে দেবো।
একটা জিনিসকে যখন আমরা বলি যে সেটা মোবাইলের Internal Storage-এ গিয়ে স্টোর হয়ে গেছে, তার মানে হচ্ছে, সেটা মোবাইলের “Hard Drive”-এ গিয়ে স্টোর হয়ে গেছে, বা আরও সঠিক ভাষায় বললে, সেটা “Hard Drive”-এ লেখা হয়ে গেছে, “Encrypted format”-এ।
একটা কম্পিউটারের “Hard Drive” এরকম দেখতে হয়, বা হতঃ
এবার, এই “Hard Drive”-টাকে তুমি একটা স্লেটের মতো ভাবতে পারো, যেখানে শুধুই লেখা যায়, কিন্তু কোনও অবস্থাতেই মোছা যায় না।
এর মানে কি দাঁড়াল? Internal Storage-এ যাওয়া জিনিস (ডেটা) একবার যখন “Hard Drive”-এ গিয়ে লেখা হয়ে গেছে, ওটা চিরতরে মুছে কখনওই যাবে না।
এবার, প্রশ্ন হচ্ছে, এই “স্লেট” কখনও “লেখা”তে ভর্তি হয়ে গেলে কি হবে? হ্যাঁ, ভর্তি হতে পারে, কিন্তু সেটা তখনই যখন একটা বিশাল, বিশাল, মানে একটা অকল্পনীয়ভাবে বিশাল পরিমাণের ডেটা সেই “device”-এ গিয়ে স্টোর হতে চাইবে। তখন এই “Hard Drive”-টা একটা জিনিস নিজে থেকেই করবে, যাকে আমরা বলি, “Overwriting“! একটা নমুনা দেখাচ্ছি,
পুরনো ডেটার ওপরে নতুন ডেটা “লিখে” দেওয়া। এটা নিয়ে একটু পরে আরও কথা বলব, (বা বলতে হবে)।
এবার, প্রশ্ন হচ্ছে, কোনও এমন উপায় আছে কি, যার দ্বারা “Hard Drive” থেকে এই ডেটা ‘উড়িয়ে’ দেওয়া যায়?
হুমমম, ঠিক প্রকৃত অর্থে ‘উড়িয়ে’ দেওয়া যাবে না, কিন্তু এমন কিছু অবশ্যই করা যাবে, যার দ্বারা অন্য লোকেরা এই ডেটা পড়তে পারবে না।
কী সেটা? সেই এক “Overwriting“। কী সেটা?
এক কথায়, “পুরনো ডেটার ওপর নতুন ডেটা লিখে দেওয়া”। “Overwriting”-এর ফল কী? এইটাঃ
একটা “device”-এর “Hard Drive”-এ কিছুটা এমন একটা চিত্র তৈরি হয়, “Overwriting” করলে। এবার বল, এটা কি কোনও ভাবে পড়া সম্ভব?
না। এখনও অবধি এমন কোনও Quantum Computer-ও আবিষ্কৃত হয়নি, যেটা এরকম “Overwriting”-কে পড়তে পারবে!
মৃত্যুর পর ফেসবুক আইডি কতদিন চলবে?
রিপন ইসলাম : হ্যাঁ মৃত মানুষের ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়। এ ক্ষেত্রে যে মারা যাবে তার ডেথ সার্টিফিকেট বা মারা যাওয়ার প্রমাণ হিসেবে ফেইসবুক ডকুমেন্ট নিবে। অর্থাৎ আপনি যদি কোন মৃত মানুষের ফেইসবুক আইডি বন্ধ করতে চান তাহলে তার মারা যাওয়ার ডকুমেন্ট সহ ফেইসবুকের কাছে আবেদন করতে হবে।
আপনি চাইলে মৃত ব্যক্তির আইডি লেগেসি কন্টাক্ট হিসেবে ইউজ করতে পারবেন। তবে উক্ত ব্যক্তির প্রোফাইল সেটিংস্ থেকে আপনার আইডি লেগেসি কন্টাক্ট হিসেবে সেট করতে হবে।