জেনে রাখুন : সাংবাদিকরা ‘ষড়-ক’ মাথায় রেখে তথ্য সংগ্রহ করে কেন?
৬-ক বা 5W1H ছাড়া যে কোন প্রতিবেদন অসম্পূর্ণ থেকে যায়। সাধারণত সংবাদের ইন্ট্রো বা লিড এ ছোট করে ষড়-ক এর মাধ্যমে বিষয়কে উপস্থাপন করা হয়। পরে বিস্তারিত এটি তুলে ধরা হয়। গবেষণায় দেখা গেছে, মানুষের কৌতূহল নিবারণের জন্য এই ষড়-ক ভীষণ কার্যকর একটি পদ্ধতি। একজন আদর্শ তথ্যদাতা, প্রতিবেদক, লেখক, গবেষক বা সাংবাদিক তাই ষড়-ক বা ফাইভ ডব্লিউ ওয়ান এইচকে মাথায় রেখে তথ্য সংগ্রহ, যাচাই, বাছাই, উপস্থাপন ও প্রকাশ করে থাকেন।
কে, কী, কেন, কোথায়,কখন, কীভাবে এই ছয়টি প্রশ্নকে সাংবাদিকতার পরিভাষায় ষড়-ক(5W-H) বলা হয়।সাংবাদিকরা একটি সাধারণ প্রতিবেদন তৈরির জন্য প্রথমত ষড়-ক সম্পর্কিত প্রশ্নের- ই উত্তর খুজেঁন বা বলা যায় এ সম্পর্কিত তথ্য খুজেঁন।
সূচনা লেখার প্রথাগত একটি নিয়ম হলো সূচনায় ছয়টি মৌলিক প্রশ্নের (5W –1H) কী, কে, কোথায়, কেন, কখন এবং কীভাবে উত্তর সাজিয়ে নিতে হয়। … কোনো সংবাদের সূচনা লেখার সময় এ প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে উপস্থাপন করলেই একটি ভালো সূচনা লেখা যায়।
একটু বিস্তারিত বলা যাক। ধরেন, আগষ্টের ১০ তারিখে ঢাকার একটি গার্মেন্টস এ গ্যাসের চুলার বিস্ফোরণে আগুন লাগলো। গার্মেন্টসের ভয়াবহ আগুনে ১০০ জন শ্রমিকের মৃত্যু ঘটলো।দমকল বাহিনীর টানা একদিন দিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলো।
একজন রিপোর্টার ঘটনাস্থলে যাবেন। গিয়ে ছয়টি প্রশ্নের উত্তর খুজঁবেন।
কী – গার্মেন্টসে আগুন।
কে- শ্রমিকের মৃত্যু।
কেন – গ্যাস বিস্ফোরণ।
কোথায়- ঢাকায়।
কখন – আগষ্টের ১০ তারিখ।
কীভাবে – গার্মেন্টসের গ্যাসের চুলার বিস্ফোরণ।দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
এই ছয়টি প্রশ্নের তথ্য দিয়ে প্রতিবেদক (রিপোর্টার) সংবাদের শিরোনাম লিখতে পারবেন এভাবে :
রাজধানীর গার্মেন্টস ফ্যাক্টরির গ্যাসের চুলার বিস্ফোরণে কমপক্ষে ১০০ শ্রমিকের মৃত্যু হয়েছে। চব্বিশঘন্টার টানা প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছে দমকল বাহিনী।
এরপর প্রতিবেদক ঘটনার প্রত্যক্ষদর্শী, মালিকের তথ্য ও বক্তব্য, দমকল বাহিনীর বক্তব্য, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ, নিহতদের ও আহতদের সার্বিক অবস্থার তথ্য ইত্যাদি খুজঁবেন। সবগুলো তথ্যের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তথ্য তৈরি করবেন।
প্রতিবেদন ভেদে সাংবাদিকদের তথ্য সংগ্রহে বৈচিত্রতা থাকে। তবে প্রতিবেদনে তৈরির পূর্বে সাধারণত সাংবাদিকরা ষড়-ক সম্পর্কিত তথ্য, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, ঘটনা সম্পর্কিত কোন বিশেষজ্ঞের মতামত ,ক্ষয়ক্ষতির পরিমাণ, আইন শৃঙ্খলা বাহিনীর মতামত সংগ্রহ করেন। এভাবে ঘটনার আরও গভীরে গিয়ে সংবাদটির পরিপূর্ণতা দেয়া যায়।
সূত্র: ইন্টারনেট