টিভি চ্যানেলগুলোর মালিক কারা ও কোন দলের অনুসারী
ঢাকা : বাংলাদেশ সরকারের ৩ টি টিভি চ্যানেল ছাড়াও বেশ কয়েকটি বেসরকারী চ্যানেল সম্প্রচারে রয়েছে। আরো বেশ কিছু চ্যানেল লাইসেন্স পেলেও এখনো সম্প্রচারে আসেনি। আবার কিছু চ্যানেল বন্ধ রয়েছে। বর্তমান সরকারের আমলে বেশ কিছু টিভি চানেল লাইসেন্স পায়। এখন আমাদের দেশে বেসরকারী টিভি চ্যানেল অনেক। কিন্তু কোন চ্যানেলের মালিক কে- তা কি জানেন ?
না জানলে জেনে নিন।
১) ইনডিপেনডেন্ট টিভি: সালমান এফ রহমান, ব্যবসায়ি ও আওয়ামী লীগের অনুসারী।
২) ৭১ টিভি: সাংবাদিক মোজাম্মেল বাবু ও মেঘনা গ্রুপ, ব্যবসায়ি ও আওয়ামী লীগের অনুসারী।
৩) দেশ টিভি: সাবের হোসেন চৌধরী চৌধুরী এমপি কিন্তু চালাচ্ছেন আসাদুজ্জামান নুর, আওয়ামী লীগের বর্তমান মন্ত্রী।
৪) বৈশাখী টিভি: ব্যবসায়ি গ্রুপ ডেসটিনি, কিন্তু চালাচ্ছেন সাংবাদিক নেতা মন্জুরুল আহসান বুলবুল,আওয়ামী লীগের অনুসারী।
৫) গাজী টিভি: গাজী গোলাম দস্তগীর এমপি, আওয়ামী লীগের অনুসারী।
৬) বাংলাভিশন: সব চাইতে বেশি শেয়ার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার, বিএনপির অনুসারী।
৭) চ্যানেল আই: ফরিদুর রেজা সাগর সাংষ্কৃতিক কর্মী।
৮) এটি এন বাংলা: মাহফুজুর রহমান। চালাচ্ছেন সাংবাদিক জ. ই. মামুন, আওয়ামী লীগের অনুসারী।
৯) এটিএন নিউজ: চালাচ্ছেন মুন্নী সাহা, আওয়ামী লীগের অনুসারী।
১০) মোহনা টিভি: কামাল মজুমদার এমপি, আওয়ামী লীগের অনুসারী।
১১) সময় টিভি: আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ভাই, আওয়ামী লীগের অনুসারী।
১২) চ্যানেল ২৪: হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, ব্যবসায়ি।
১৩) এন টিভি: মোসাদ্দেক আলী ফালুর, বিএনপির অনুসারী।
১৪) দিগন্ত টিভি: জামাত নেতা মীর কাশেম আলী, জামায়াতের অনুসারী, এটি এখন বন্ধ রয়েছে।
১৫) ইসলামিক টিভি: খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কানদার, বিএনপির অনুসারী, এটিও এখন বন্ধ আছে।
১৬) বিটিভি: সরকারি টিভি।
১৭) চ্যানেল ১: এখন বন্ধ। মালিক ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও গিয়াসুদ্দিন মামুন।
১৮) আরটিভি: বেঙ্গল গ্রুপের মোরশেদুল আলম, এমপি ও ব্যবসায়ি।
১৯) এস এ টিভি: এস এ পরিবহনের মালিক সালাউদ্দিন আহমদ, ব্যবসায়ি।
২০) চ্যানেল ৯: বিএনপি ঘরনার এনায়েতুর রহমান বাপ্পি ও আওয়ামী লীগের সৈয়দ আশরাফের ভাবী।
২১. একুশে টিভি: এস আলম গ্রুপের, ব্যবসায়ি। আওয়ামী লীগের অনুসারী
২২) মাছরাঙ্গা টিভি: স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, ব্যবসায়ি ও আওয়ামীলীগের অনুসারী ।
২৩) মাই টিভি: নাসির উদ্দিন সাথী, আওয়ামী লীগের অনুসারী।
২৪) যমুনা টিভি: যমুনা গ্রুপের নুরুল ইসলাম বাবুল, ব্যবসায়ি।
২৫) দিপ্ত টিভি: কাজী মিডিয়া লিমিটেডের মালিক কাজী জাহেদুল হাসান, ব্যবসায়ি।
২৬) এশিয়ান টিভি: এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন-উর রশীদের মালিকানাধীন এশিয়ান টেলিকাস্ট লিমিটেড (এশিয়ান টিভি)। এশিয়ান টিভি বড় শেয়ার কিনেছে ওয়ালটন গ্রুপ।