নোয়াখালীতে করোনায় নতুন আক্রান্ত ২৬, ঢিলেঢালা লকডাউন চলছে
নোয়াখালী : নোয়াখালীতে নতুন করে আরও ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪০ জন ও করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।
রোববার ( ১৪ জুন) সকাল সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেনজেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ১১ ও ১২ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ১৩ই জুন রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩২ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯০৯ জন নিজ নিজ বাড়ীতে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬৪ জন।
করোনার হটস্পট নোয়াখালীর সদর ও বেগমগঞ্জের অধিকাংশ এলাকায় ঢিলেঢালা লকডাউন চলছে । এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। প্রধান সড়কে যান চলাচল কম থাকলেও অলিগলিতে প্রচুর যানবাহন চলাচল করতে দেখা যায় এছাড়া পাড়া- মহল্লায় সামাজিক দূরত্ব না মেনে অনেক চলাফেরা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা বলেন ,পরিস্থিতি উদ্বেগজনক লকডাউন শিথিল করা হলে বিপদ ভয়াবহ আকার নেবে ।
করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় জেলা প্রশাসন নোয়াখালীর দুইটি উপজেলা সদর ও বেগমগঞ্জে ৯ই জুন থেকে ২৩শে জুন পর্যন্ত লকডাউন ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।