বুনো হাতির বিরুদ্ধে থানায় জিডি

Monday, November 29, 2021


চট্টগ্রাম : গোলায় রাখা ধান হাতি খেয়েছে এমন অভিযোগে চট্টগ্রামের বোয়ালখালী থানায় বুনো হাতির বিরুদ্ধে একটি জিডি হয়েছে।

গত শনিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের বাসিন্দা নিপুল কুমার সেন এ জিডি করেন ।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম। তিনি বলেন, গোলায় রাখা ধান হাতি খেয়ে ফেলেছে এমন অভিযোগ করে একটি জিডি করেছেন ওই ব্যক্তি। ধানের ক্ষতি হয়েছে কি না বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হবে ।

নিপুল কুমার সেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। বাড়ির উঠানে গোলায় ধান রাখতেন তিনি ।

নিপুল কুমার সেন বলেন, আমি ছয় কানি জমিতে ধান চাষ করেছিলাম। এতে যা ধান পেয়েছিলাম তা বাড়ির উঠানে গোলায় রেখেছিলাম। কিন্তু ২৩ নভেম্বর ভোরে হাতি এসে গোলা ভেঙে ধান খেয়ে ফেলেছে। হাতি গোলা ভেঙে ২০ মণের উপরে ধান খেয়েছে। এখন আমি গোলা ঠিক করে ধান ছাদের উপরে তুলে রেখেছি। তিনি বলেন, আমার পার্শ্ববর্তী বাড়ির লোকজন কাজে যাওয়ার সময় বিষয়টি দেখে চিৎকার দেন। পরে তাদের চিৎকারে হাতিগুলো পাহাড়ের দিকে পালিয়ে যায়।

জিডিতে নিপুল কুমার সেন উল্লেখ করেছেন ২৩ নভেম্বর ভোরে দুই-তিনটি বুনো হাতি বসতবাড়িতে প্রবেশ করে আঙিনায় থাকা ধানের গোলা ভেঙে প্রায় ২০ মণ ধান খেয়ে নষ্ট করেছে। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। ধান খেয়ে হাতিগুলো পাহাড়ের দিকে চলে যায়।

চট্টগ্রামের বোয়ালখালী থানার এসআই দিদার হোসেন বলেন, এ রকম ঘটনায় আগেও জিডি হয়েছে। ফসলের ক্ষতি হলে কৃষক উপজেলা কৃষি অফিস থেকে ক্ষতিপূরণ পান। এ জন্য ফসলের ক্ষতি হলে থানায় জিডি করেন তারা। ছয় মাস আগে এক ব্যক্তি ঘর বাড়ি ভেঙে ফেলার অভিযোগে থানায় জিডি করেছিলেন।


‘স্যার’ বিড়ম্বনা 

বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা: কাদের

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ

এ এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ: বিস্ফোরকের আলামত নেই

হাতিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

বেগমগঞ্জে ১১ পাসপোর্ট দালাল গ্রেফতার

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৬

নোয়াখালীতে ৬ হাজার মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

এই সম্পর্কিত আরো