নোয়াখালীতে একদিনে শত জনের শরীরে করোনা শনাক্ত
নোয়াখালী : নোয়াখালীতে নতুন করে ১০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে জেলায় করোনা রোগীর মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৪১২ জনে। নতুন আক্রান্তের হার শতকরা ১৮ দশমিক ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো প্রাণহানি হয়নি। এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ২২৭।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়,নোয়াখালীর ল্যাবে ৫৩০টি নমুনা পরীক্ষায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নোয়াখালী সদরের ৪৩, বেগমগঞ্জের ৫,সোনাইমুড়ীর ৪, সেনবাগের ৪, কোম্পানীগঞ্জের ৪৩ ও কবিরহাটের ১ জন রয়েছে।
এ নিয়ে নোয়াখালীতে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছে ২১ হাজার ৪১২ জন। যার মধ্যে সদরের ৭ হাজার ১৫১ জন আর বিভিন্ন উপজেলার ১৪ হাজার ২৬১ জন।
করোনায় নোয়াখালীতে মোট মৃত্যু হয়েছে ২২৭ জনের। যার মধ্যে সদরে ৪১, সুবর্নচর-৬, হাতিয়া-৩, বেগমগঞ্জ-৬৯, সোনাইমুড়ী-১৮, চাটখিল-৩০, সেনবাগ-৩১, কোম্পানীগঞ্জ-০৪ ও কবিারহাট-২৫ জন।