সওজের ৪ প্রকৌশলীকে শোকজের সিদ্ধান্ত সেতুমন্ত্রীর
নোয়াখালী : নোয়াখালীর চৌমুহনীতে চার লেনের কিছু অংশ কাজের দুরাবস্থা ও জনগণের দুর্ভোগ দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সড়কের মতো দেশের আর কোথায় কোনো সড়কের বেহাল অবস্থা নেই। আর এজন্য দায়ী করে সড়ক ও জনপথের (সওজ) চার প্রকৌশলীকে শোকজের সিদ্ধান্ত নেন মন্ত্রী।
ঈদের দিন শনিবার বিকেলে চৌমুহনী বাজারের ওপর দিয়ে নির্মিত চার লেনের কাজ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
শোকজপ্রাপ্ত প্রকৌশলীরা হলেন, সড়ক ও জনপথের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ শিশির, নোয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহনেওয়াজ, নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী নুর নবী তরফদার ও ফেনীর নির্বাহী প্রকৌশলী এনামুল হক।
সেতুমন্ত্রী জানান, ঈদের দিন থাকায় কারো পরিবারকে অখুশি করতে চাই না। বিধায় তার দেয়া এ আদেশ আগামী রোববার থেকে কার্যকর করা হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি জনগণের দুর্ভোগ দেখে বলেন, প্রকৌশলীরা যে অপরাধ করেছে এর জন্য আল্লাহ তাদের উপর অখুশি হবেন। একই সঙ্গে তিনি আরো জানান, আগামী সাত দিনের মধ্যে রাস্তা ব্যবহারে উপযোগী করে তৈরি না করলে তাদের বরখাস্ত ও সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হবে।
তিনি বলেন, এবারের ঈদে অন্যান্য বছরের তুলনায় সড়ক-মহাসড়কের অবস্থা অনেক ভালো, যেখানেই সমস্যা সেখানেই দ্রুত গতিতে কাজ হবে। আর এজন্য সড়ক ও জনপথের কর্মকর্তা ও মনিটরিং সেলের সকলের ঈদের ছুটি তিন ঘন্টা করা হয়েছে বাকি সময়টা সকলেই রাস্তায় থাকবে। এছাড়া বেগমগঞ্জের চৌহমুনী বাজারের যানজট ও স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে ফেনীর মতো ভব্যিষতে ও বেগমগঞ্জে তথা চৌমুহনীতে একটি ফ্লাইওভার নির্মাণ করা কথা জানান তিনি।
এ সময় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা, বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি মোহাম্মদ উল্যাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।