কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
Saturday, August 29, 2015
ইকবাল হোসেন সুমন :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে অভিযান চালিয়ে কালাম মাস্টার (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের মজিদিয়া স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদকব্যাবসায়ী ওই ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানায়, মজিদিয়া স্কুল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী পালিয়ে যায়। পরে ৫২পিস ইয়াবাসহ মাস্টারকে আটক করে পুলিশ। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে চরহাজারীর মাসুদ, সুজন ও বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের মরনির বাড়ীর মরনি বেগম, জসিম, আলমগীর ও রাজুসহ কয়েকজনের সাথে মাদকের ব্যবসা করে বলে স্বীকার করেছে মাস্টার। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।