ধর্মযাজক হত্যাচেষ্টা: চার জেএমবি সদস্য গ্রেফতার
Monday, October 12, 2015

পাবনার ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশন ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’-এর ফাদার লুক সরকার (৫০) গত ৫ অক্টোবর সকালে পৌর এলাকার নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। আহত ফাদার লুক পরে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।