সোনাইমুড়িতে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ক্ষয়ক্ষতি ২৫ লাখ টাকা
সংবাদদাতা : রোববার গভীর রাতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর গ্রামে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকা-ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান নুরুল আমিন স্বপন ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকাসহ আসবাবপত্র প্রদান করেন। স্থানীয়রা জানান, খবর পেয়ে প্রথমে সোনাইমুড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। অবস্থা বেগতিক হলে চৌমুহনী ফায়ার সার্ভিসকে খবর দেয়। দমকল বাহিনী প্রায় দুই ঘন্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয় এবং মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।