পৌরসভা নির্বাচন : নোয়াখালীতে প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

Sunday, November 8, 2015

043-300x300

মো.সোহেল, নোয়াখালী : নোয়াখালীর তিনটি পৌরসভায় সরগরম প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। তফসিল ঘোষণার আগেই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার, ব্যানার ও বিলবোর্ডে ছেয়ে গেছে পৌরসবার বিভিন্ন এলাকা। নেতাকর্মীদের সাথে নিয়ে তৃণমূলে ঘরোয়া সভা ও জনসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। নোয়াখালী, চৌমুহনী ও চাটখিল পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রতিষ্ঠানের সামনে শোভা মিলছে স্বঘোষিত সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থীদের শুভেচ্ছা প্রদর্শিত পোষ্টার, ব্যানার ও বিলবোর্ড। তারা ভোটারদের শুনাচ্ছেন নানা প্রতিশ্রুতি।
স্থানীয় সুত্র ও সরেজমিনে দেখা যায়- আগামী পৌরসভা নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও জেলার তিনটি পৌরসভার সম্ভাব্য মেয়র-কাউন্সিলর প্রার্থীরা ব্যাপক তৎপর। দলীয় সমর্থনে নির্বাচনের সিদ্ধান্ত নতুন মাত্রা যোগ করেছে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায়। তৃণমুল থেকে দলীয় হাইকমান্ড পর্যন্ত জোর লবিং করছে সম্ভাব্য প্রার্থীরা। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি স্থানীয় সাংসদের সাথে সখ্যতা বাড়িয়ে দিয়েছেন তারা। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা প্রকাশ্য প্রচারণা করলেও দলীয় নির্দেশনার অপেক্ষায় থাকা বিএনপি’র প্রার্থীরাও গোপনে গুছিয়ে নিচ্ছেন তাদের প্রস্তুতি। পিছিয়ে নেই ভোটাররাও, প্রার্থীদের পাশাপাশি ভোটারদের আলোচনায় সরগরম হয়ে উঠেছে নোয়াখালী, চৌমুহনী ও চাটখিল পৌরসভার বিভিন্ন এলাকার চায়ের দোকান থেকে শুরু করে অফিসের আঙ্গিনা পর্যন্ত।
নোয়াখালী পৌরসভা : ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার বর্তমান জনসংখ্যা প্রায় ২লাখ। প্রথম শ্রেনির এ পৌরসভায় ভোটারের সংখ্যা রয়েছে প্রায় ৬৫ হাজার। এ পৌরসভার বর্তমান মেয়র জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ। আসন্ন পৌর নির্বাচনে এখানে সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন- জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত যুগ্ন সম্পাদক একেএম সামছুদ্দিন জেহান, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মন্টু, আওয়ামীলীগ নেতা রেজাউল হক বাহার, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সম্পাদক সহিদ উল্যা খান সোহেল, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মনিরুজ্জামান সেলিম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, পৌর বিএনপি’র সহ-সভাপতি সহিদুল ইসলাম কিরণ, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু নাছের।
চৌমুহনী পৌরসভা : ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বর্তমান প্রথম শ্রেণীর এ পৌরসভায় পৌনে ২ লাখ জনসংসখ্যার মধ্যে ৪৫ হাজার ভোটার রয়েছে। এ পৌরসভার মেয়র মামুনুর রশিদ কিরণ ২০১৪ সালের ৫ জানুয়ারী বেগমগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর চৌমুহনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত আক্তার হোসেন ফয়সাল মেয়র নির্বাচিত হয়। আসন্ন পৌর নির্বাচনেও আক্তার হোসেন ফয়সাল সম্ভাব্য মেয়র পদ প্রার্থী। এছাড়া খালেদ সাইফুল্ল্যাহ, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুল বাশার স্বপন, জেলা আওয়ামীলীগ নেতা প্রকৌশলী শেখ শহিদ উল্যাহ, জেলা আওয়ামীলীগ নেতা ওমর ফারুক বাদশার সহর্ধমীনি শাহানাজ বেগম, জেলা বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্রো, মঞ্জুরুল আজিম সুমন (জিএস সুমন), জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহমো. জাফর উল্যা রাসেল আলোচনায় রয়েছেন।
চাটখিল পৌরসভা : ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর এ পৌরসভায় ২০১০ সালের নির্বাচনে মেয়র নির্বাচিত হন চাটখিল উপজেলা আওয়ামীলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী। ২০১৩ সালে তার মৃত্যুর পর উপ-নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত মোস্তফা কামাল। আসন্ন পৌর নির্বাচনে মোস্তফা কামাল ছাড়াও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে আলোচনায় আছেন- চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তফাদার, যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন ও মোহাম্মদ উল্যাহ, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা দেওয়ান শামুল আরেফিন শামীন, আলা উদ্দিন ভূঁইয়া, আহসানুল হক মাসুদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এটিএম ফজলুল করিম বাচ্চু ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ সাইফুল্ল্যাহ। এ পৌরসভার ভোটার সংখ্যা ২১ হাজার।
আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চেীধুরী বলেন- দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তে কেন্দ্রীয় নির্দেশনা আসলে নির্বাচন ইতিবাচক হবে। তবে পৌর নির্বাচন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসায় এখনই কোন মন্তব্য করতে রাজি নয় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।


লঞ্চ মালিকদের অতি লোভে দুর্ভোগের শিকার হাতিয়ার যাত্রীরা

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’

হাতিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও

নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার

হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি

হাতিয়ায় স্রোতের তোড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, গ্রেফতার ৩

আর ঘরে বসে থাকার সময় নেই : মির্জা ফখরুল

এই সম্পর্কিত আরো