সুন্দরবনে জ্বলছে আগুন, তিন একর বনভূমি পুড়ে ছাই
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে আগুন জ্বলছে। আগুন সুন্দবন পূর্ব বিভাগের কয়েক একর বনভূমিতে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আগুনে বন বিভাগের গুলিশাখালী এলাকায় তিন একর বনভূমি পুড়ে গেছে বলে বন বিভাগ জানিয়েছে। বনের মধ্যে ফায়ারলেন কেটে বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করছে। বুধবার রাত ১০টায় এরিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায় নি বলে বন বিভাগ জানিয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসাইন চৌধুরী জানান, আগুন যাতে বনের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সাড়ে তিন একর এলাকা জুড়ে ফায়ারলেন কেটে দেওয়া হয়েছে। প্রায় ১০০ গজ দুরে একটি নালা থেকে পানি নিয়ে বন রক্ষীরা আগুন নেভানোর চেষ্টা চালাছে। বুধবার বিকালে বন রক্ষীরা সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলাধীন চাঁদপাই রেঞ্জের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখী ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দুরে বনের মধ্যে আগুন জ্বলতে দেখে। খবর পেয়ে বন বিভাগের ৬০ সদস্যের একটি দল সেখানে পৌঁছেছে।
ডিএফও মো. আমির হোসাইন চৌধুরী আরো জানান, আগুনে ইতিমধ্যে প্রায় তিন একর বনভূমি পুড়ে গেছে। আগুনে বনের ওই এলাকায় কিছু বলাগাছ পুড়ে গেছে বলে ডিএফও স্বীকার করেছে। তবে বন রক্ষীরা কয়েক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হবে বলে ডিএফও দাবি করেছেন।
ডিএফও মো. আমির হোসাইন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে সিগারেট অথবা অন্যকোন উপায়ে সুন্দরবনে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন নেভানোর জন্য এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেডের সহযোগিতা নেওয়া হয়নি কেন ডিএফওকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, আশা করা হচ্ছে বন বিভাগরে সদস্যরাই ওই আগুন নেভাতে সক্ষম হবে।
তবে সুন্দরবন সংলগ্ন অপর একটি সূত্র জানান, বনের মধ্যে এই মূহুর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা বাতাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন ও উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহামুদ হোসেন জানান, যে কোন ধরনের আগুন সুন্দবনের জন্য ক্ষতির কারণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে বনে আগুন লাগলে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। বনের যে এলাকা আগুনে পুড়ে গেছে ওই এলাকায় জোয়ার-ভাটা না থাকালে নতুন করে ম্যানগ্রোভ জন্মাতে সময় লেগে যাবে। বন বিভাগকে যথেষ্ট সতর্কতার সঙ্গে আগুন নেভানোর পরামর্শ দেন ড. মাহামুদ হোসেন।