সুন্দরবনে জ্বলছে আগুন, তিন একর বনভূমি পুড়ে ছাই

Thursday, May 22, 2014

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে আগুন জ্বলছে। আগুন সুন্দবন পূর্ব বিভাগের কয়েক একর বনভূমিতে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে আগুনে বন বিভাগের গুলিশাখালী এলাকায় তিন একর বনভূমি পুড়ে গেছে বলে বন বিভাগ জানিয়েছে। বনের মধ্যে ফায়ারলেন কেটে বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করছে। বুধবার রাত ১০টায় এরিপোর্ট লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায় নি বলে বন বিভাগ জানিয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আমির হোসাইন চৌধুরী জানান, আগুন যাতে বনের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সাড়ে তিন একর এলাকা জুড়ে ফায়ারলেন কেটে দেওয়া হয়েছে। প্রায় ১০০ গজ দুরে একটি নালা থেকে পানি নিয়ে বন রক্ষীরা আগুন নেভানোর চেষ্টা চালাছে। বুধবার বিকালে বন রক্ষীরা সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট জেলাধীন চাঁদপাই রেঞ্জের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখী ক্যাম্প থেকে প্রায় তিন কিলোমিটার দুরে বনের মধ্যে আগুন জ্বলতে দেখে। খবর পেয়ে বন বিভাগের ৬০ সদস্যের একটি দল সেখানে পৌঁছেছে।
ডিএফও মো. আমির হোসাইন চৌধুরী আরো জানান, আগুনে ইতিমধ্যে প্রায় তিন একর বনভূমি পুড়ে গেছে। আগুনে বনের ওই এলাকায় কিছু বলাগাছ পুড়ে গেছে বলে ডিএফও স্বীকার করেছে। তবে বন রক্ষীরা কয়েক ঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হবে বলে ডিএফও দাবি করেছেন।
ডিএফও মো. আমির হোসাইন চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে সিগারেট অথবা অন্যকোন উপায়ে সুন্দরবনে আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন নেভানোর জন্য এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেডের সহযোগিতা নেওয়া হয়নি কেন ডিএফওকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, আশা করা হচ্ছে বন বিভাগরে সদস্যরাই ওই আগুন নেভাতে সক্ষম হবে।
তবে সুন্দরবন সংলগ্ন অপর একটি সূত্র জানান, বনের মধ্যে এই মূহুর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখা বাতাসের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন ও উড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহামুদ হোসেন জানান, যে কোন ধরনের আগুন সুন্দবনের জন্য ক্ষতির কারণ। বিশেষ করে শুষ্ক মৌসুমে বনে আগুন লাগলে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে যায়। বনের যে এলাকা আগুনে পুড়ে গেছে ওই এলাকায় জোয়ার-ভাটা না থাকালে নতুন করে ম্যানগ্রোভ জন্মাতে সময় লেগে যাবে। বন বিভাগকে যথেষ্ট সতর্কতার সঙ্গে আগুন নেভানোর পরামর্শ দেন ড. মাহামুদ হোসেন।


লঞ্চ মালিকদের অতি লোভে দুর্ভোগের শিকার হাতিয়ার যাত্রীরা

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’

হাতিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও

নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার

হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি

হাতিয়ায় স্রোতের তোড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, গ্রেফতার ৩

আর ঘরে বসে থাকার সময় নেই : মির্জা ফখরুল

এই সম্পর্কিত আরো