মাদক সেবনে বাধা দেয়ায় বেগমগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা
ইকবাল হোসেন সুমন:
নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুরে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে বিপ্লব নামে (৩০)এক যুবককে কুপিয়ে হত্যা করেছে বখাটে মাদক সেবীরা। এসময় বখাটেদের হামলায় আহত হয়েছেন বিপ্লবের ছোট ভাই হারুন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১টার দিকে। নিহত বিপ্লব কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের অলি উল্যার ছেলে।
এলাকাবাসী সুত্রে জানায়, রাতে কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বিপ্লবদের খামার বাড়িতে স্থানীয় হোরন চৌকিদারের ছেলে বখাটে মাদক ব্যবসায়ী সুমন ও স্বপনের নেতৃত্বে ৮/১০ জন বখাটে মাদক সেবন করছিলো। এসময় বিপ্লব ও তার ভাই হারুন তাদের খামার বাড়িতে মাদক সেবনে বাধা দেয়। বাক বিতন্ডার এক পর্যায়ে সুমন ও স্বপনসহ তাদের সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দু’জনকে গুরতর আহত করে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষনা করেন। আহত হারুন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , আসামীদের ধরার চেষ্টা চলছে।