গাইবান্ধায় হেরোইনসহ কৃষি কর্মকর্তা আটক
Saturday, November 28, 2015
গাইবান্ধা :
গাইবান্ধার সাদুল্যাপুরে হেরোইনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) মো. সাজ্জাদুর রহমান রেজাকে (৩৮) আটক করেছে পুলিশ। এসময় চাঁন মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ীকেও আটক করা হয়। শুক্রবার গভীর রাতে উপজেলার মীরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় চাঁন মিয়ার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন ও তার বাড়ি থেকে একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
সাদুল্যাপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীররাতে অভিযান চালিয়ে মীরপুর বাজার এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে তাদের আটক করে। আটক সাজ্জাদুর রহমান রেজা রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শহরের ধনশালা গ্রামের আলহাজ্ব মো. হারেজ আলীর ছেলে। তিনি পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়া চাঁন মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত্যু মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ আরও জানায়, আটককৃত চাঁন মিয়া একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে হেরোইনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার গভীররাতে তার বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে বাড়িতে থাকা আরও অনেকে পালিয়ে গেলেও চাঁন মিয়াকে ২০ পুড়িয়া হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। এছাড়া হেরোইন সেবনের অভিযোগে তার বাড়িতে থাকা সাজ্জাদুর রহমান রেজাকে আটক ও ১০০ সিসির একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।