সুবর্ণচরে অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

ইকবাল সুমন, নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৫টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে চমিরহাট বাজারে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একটি দোকান থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে চারপাশে ছড়িয়ে পড়লে ভাই ভাই স্টোর, সাহাব উদ্দিনের দুটি তেলের দোকান, একটি সেলুন ও কাশেমের একটি চা দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন পানির প্যাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিন্তু এর আগে আগুনে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুবর্নচর থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম আগুনে ৫টি দোকান পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।