শিবিরের মিছিলে পুলিশের গুলি, আহত ১
ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে রাজধানীর মগবাজারে বের করা শিবিরের মিছিলে গুলি করেছে পুলিশ। এতে সুমন নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মগবাজারের সুধী সমাজ গলিতে এ ঘটনা ঘটে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, জামায়াত নেতা মীর কাসেমের আপিলের রায়কে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জন জামায়াত-শিবির কর্মী মগবাজার সুধী সমাজ এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ বাধা দিলে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে সুমন মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।