নোয়াখালীতে সন্ত্রাসী দাদা মিলন গ্রেফতার
Saturday, June 11, 2016
ইকবাল হোসেন সুমন, নোয়াখালী :
নোয়াখালীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দাদা মিলনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার মতিমিয়ার হাটবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। দাদা মিলন উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের মধ্যম মোহাম্মদপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার (ওসি) হারুন-উর রশিদ চৌধুরী জানান, মিলন পুলিশের তালিকভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সেনবাগ থানায় একাধিক মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতে উঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলে পাঠান।