লামায় একরাতে ৫ দোকানে ডাকাতি
বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০১৬
নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় এক রাতে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার ভোর তিনটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্থান বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। মোটর সাইকেল যোগে তিনজন অজ্ঞাত লোক বাজারের পাহারাদারকে মেরে হাত-পাঁ বেধে রেখে ডাকাতি চালায়। এ সময় ডাকাতরা নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
গুলিস্তান বাজার পাহারাদার মো. জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে একটি মোটর সাইকেলে চড়ে তিনজন দুর্বৃত্ত বাজারে প্রবেশ করে প্রথমে তাকে মারধর করে বেঁধে ফেলে। তারপর এক এক করে জহির সওদাগরের মুদি দোকান, মাহাবুব কুলিং কর্ণার, রমিজ ইলেকট্রনিক্স, নির্মল সেলুন ও রাসেল ফার্মেসি নগদ টাকাসহ মালামাল লুট করে। ডাকাতদের হাতে লোহার রড ও বন্দুক ছিল। এসময় এক দোকান মালিক ঘুম থেকে উঠলে তাকেও ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
দোকান মালিকরা জানায়, জহির সওদাগরের মুদি দোকান হতে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মাহাবুব কুলিং কর্ণার থেকে ৪৫ হাজার টাকা, রমিজ ইলেকট্রনিক্স দোকান ১ লাখ ৫০ হাজার টাকা, নির্মল সেলুন থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি ডাকাতি নাকি অন্য কিছু তার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।