শিক্ষার্থীদের পিঠে জুতা পায়ে উপজেলা চেয়ারম্যান!

Wednesday, February 1, 2017

 

 

 

 

chandpur20170201153955চাঁদপুর : চাঁদপুরে ‘শিক্ষার্থীদের পিঠে চড়া’ এক জনপ্রতিনিধির ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’সহ সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে।

গত সোমবার হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী।

বিগত বছরের মতো এবারও ক্রীড়া অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ডিসপ্লে প্রদর্শন করে। এবার ডিসপ্লে প্রদর্শনকালে মানবসৃষ্ট পদ্মা সেতু তৈরি করা হয়। আর এ সময়ে শিক্ষার্থীদের পিঠে চড়ে জুতা পায়ে হেঁটে বিতর্কিত হয়েছেন জনপ্রতিনিধি মো. নূর হোসেন পাটওয়ারী।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীরা পদ্মাসেতু তৈরি করলে তাতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জুতা পায়ে শিক্ষার্থীদের পিঠে উঠেন।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ডিসপ্লে প্রদর্শনকালে শিক্ষার্থীদের পিঠে চড়ে কিছুদূর হাঁটেন জনপ্রতিনিধি নূর হোসেন পাটওয়ারী। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ শিক্ষার্থীদের পিঠে চড়ার ছবিটি নিয়ে সমালোচনার ঝড় উঠে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে জনপ্রতিনিধি ও সুশীল সমাজ।  হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজান পেদা বলেন, ‘উপজেলা চেয়ারম্যান এমন কাজ করেছেন শুনেই লজ্জা লাগছে।’

হাইমচর উপজেলা যুবলীগের আহবায়ক আতিকুর রহমান আতিক বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে উপজেলা চেয়ারম্যান কান্ডহীন কাজ করছেন। আমাদেরও লজ্জা লাগছে’।

নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, তীব্র সমালোচনা হওয়া বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি বলেন ছাত্ররা বলাতেই আমরা উপজেলা চেয়াম্যানকে মানব সেতুতে উঠতে বলেছিলাম ।

শিক্ষার্থীদের মানবসৃষ্ট সেতুর উপর দিয়ে জুতা পায়ে হেঁটে যাওয়ার কথা স্বীকার করেছেন এই জনপ্রতিনিধি। তবে তা ‘শিক্ষার্থীদের অনুরোধে’। তিনি বলেন, ‘উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে ওদের ইভেন্টে অংশ নেওয়ার জন্য বলেছে, আমিও তাই করেছি।’

মো. নূর হোসেন পাটওয়ারী হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


হাতিয়ায় স্রোতের তোড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, গ্রেফতার ৩

আর ঘরে বসে থাকার সময় নেই : মির্জা ফখরুল

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ডব্লিউএইচও’র প্রশংসা: মোমেন

১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

হাতিয়ায় স্রোত টেনে নিয়ে গেল এক বৃদ্ধকে: এখনও নিখোঁজ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণ গ্রেফতার

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো

১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা বিএনপির

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা

হাতিয়ায় গভীর সমুদ্রে ফিশিং ট্রলারে লুটপাট ও মারধরে আহত ৭

হাতিয়ায় সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও মরহুম শিক্ষকদ্বয়ের স্মরণে দোয়া

এই সম্পর্কিত আরো