নোয়াখালীতে দস্যু বাহিনী প্রধান গ্রেফতার
________________________________________
নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলার উপকূলীয় এলাকার দস্যু বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি মিয়া শিকদারকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানায়, গ্রেফতারকৃত দস্যু প্রধান মিয়া শিকদার উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্বচরবাটা গ্রামের বৈরাগী বাড়ির মৃত আবদুল মুনাফের ছেলে। তিনি নিহত সন্ত্রাসী বাশার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন। বর্তমানে নিজেই শিকদার বাহিনী গঠন করে বাহিনী প্রধান হিসেবে আছেন।
সুবর্ণচর থানার (ওসি) এনামুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে মিয়া শিকদারকে গ্রেফতার করা হয়। মিয়া শিকদারের বিরুদ্ধে হাতিয়া থানায় অপহরণ, হত্যা ও ডাকাতিসহ দুটি মামলা রয়েছে।