কাজ না করে জয় বাংলা স্লোগান দেবেন, তা হবে না: নাসিম
সিরাজগঞ্জ: চিকিৎসক-কর্মচারীদের উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কাজ করবেন না, আর জয় বাংলা স্লোগান দেবেন- তা মেনে নেয়া হবে না।
তিনি বলেন, জনগণের সেবা দেয়াই আপনাদের দায়িত্ব। এক্ষেত্রে কোনো প্রকার অবহেলা চলবে না।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নব নির্মিত ৪তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিকিৎসকদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যদি দেশের উন্নয়নের জন্য রাতদিন পরিশ্রম করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না। ঠিকমতো কাজ না করলে তার বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেছেন, আর মাত্র দেড় বছর সময় আছে। দেড় বছর পর জনগণের কাছে যেতে হবে। সঙ্গে তখন পুলিশ থাকবে না। জনগণের সঙ্গে কি ধরনের আচরণ করেছেন তারা হিসাব চাইবে। তাই এখন থেকেই প্রস্তুতি নেন। মাটি কামড়ে জনগণের কাছে পড়ে থাকুন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছেন এবারও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। নির্বাচনে কোনো প্রকার কারচুপি হবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক শাহীন হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক শামীম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী প্রমুখ।