ওষুধ বিক্রেতার এক ঘুষিতে ক্রেতার মৃত্যু
ফেনী: ওষুধ বিক্রেতার এক ঘুষিতে নাসির উদ্দিন (৩৫) নামে এক ক্রেতার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ফেনীর সোনাগাজী উপজেলা হাসপাতাল সড়কের জাহান ফার্মেসিতে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাহান ফার্মেসির কর্মচারী পৌর এলাকার বৌদ্ধ বাড়ির মফজল হকের ছেলে এনামুল হকের কাছ থেকে নাসির উদ্দিন ওষুধ কেনেন। ওষুধের টাকা ও পূর্বের বকেয়া টাকা পরিশোধ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে নাসির উদ্দিনের বুকে ঘুষি মারেন এনামুল হক। এতে নাসির উদ্দিন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে পাঠিয়ে দেয়।
সোনাগাজী মডেল থানার ওসি হুমায়ুর কবির জানান, সেখানে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি নাসির স্ট্রোক করে মারা গেছে।