দোহারে বৃদ্ধা হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ঢাকা : দোহার উপজেলায় সত্তর বছরের বৃদ্ধা আয়েশা বেগম হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আহসান তারিক এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজন খা, শাহানাজ বেগম, সুমন বয়াতি, ফজল ওরফে ফয়জল।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর আসামিরা পূর্বপরিকপ্লিতভাবে আয়েশা বেগমকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তার গলায় পরিহিত সোনার গহনা ও কানের দুল নিয়ে তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেন। দোহার থানার সূতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এরপর তার বাসা থেকে দুই-তিন কিলোমিটার দূরে বৃদ্ধার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় বৃদ্ধার ছেলে দোহার থানায় একটি মামলা দায়ের করেন। পরে দোহার থানার উপ-পরিদর্শক মজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।