সোনাইমুড়িতে বাস-সিএনজির সংঘর্ষে নিহত-৩, আহত ২
ইকবাল হোসেন সুমন ,নোয়াখালী :
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের জুনদপুর এলাকার সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের সাথে সিএনজি চালিত অটোরিক্সার মুখো-মুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরোও ২ জন। ঘটনায় ক্ষিপ্ত হয়ে উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেন।
সোমবার রাত ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো ওই উপজেলার হাবিব ব্রিকফিল্ডের পরিচালক ও উপজেলার জয়াগ ইউনিয়নের বাউরকোট গ্রামের মো. মিজানুর রহমান (৪২), একই উপজেলার নদনা ইউনিয়নের শাকতলা গ্রামের ছালেহ আহাম্মদের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. সুমন (৩৬) এবং একই ইউনিয়ন পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে ও যুবলীগ কর্মী মো. এমরান হোসেন (৩৪)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানায়, রাতে উপজেলার সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কের জুনদপুর এলাকায় চট্টগ্রাম থেকে রামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বর যাত্রীবাহী বাসের সাথে চাটখিল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজির মুখো মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা যুবলীগ নেতাসহ ৩ জন নিহত ও অপর ২ যাত্রী গুরুত্বর আহত হয় ।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় এলাকাবাসী বাজারে কয়েকটি গাড়ী ভাংচুর এবং ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয় । পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনাইমুড়ী থানার (এসআই) ইকবাল বাহার চৌধুরী সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।