নোয়াখালীতে ২দিনের ছুটি নিয়ে ৬ মাস কর্মক্ষেত্রে অনুপস্থিত
মো.সোহেল, নোয়াখালী ঃ
নোয়াখালী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী হেলিনা আক্তার ২ দিনের ছুটি নিয়ে গত ৬ মাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকায় সমাজসেবা কার্যালয়ের দাফতরিক কাজের ব্যাঘাত ঘটেছে। সদর উপজেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানা যায়, ইউনিয়ন সমাজকর্মী হেলিনা আক্তার উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট গত ১৫ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ২দিনের ছুটির জন্য আবেদন করলে সমাজসেবা কর্মকর্তা তার ছুটি মঞ্জুর করেন। কিন্তু হেলিনা ২ দিনের ছুটি নিয়ে প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কর্মক্ষেত্রে যোগদান করেন নি। ফলে তার অনুপস্থিতিতে সমাজসেবা কার্যালয়ের দাফতরিক কাজগুলো জটলা বেঁধে যাওয়ায় র্দুভোগের শিকার হচ্ছেন ভোক্তভোগীরা। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের সাথে আলাপ করলে তিনি জানান, ইউনিয়ন সমাজকর্মী হেলিনা আক্তার ২ দিনের ছুটি নিয়ে অদ্যাবধি কর্মক্ষেত্রে উপস্থিত হয়নি। পর পর ৩টি নোটিশ করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।