কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৭
Sunday, October 1, 2017
বিষয়টি নিশ্চিত করে জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম জানান, তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। চান্দিনার নুরীতলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধারকাজ শুরু করে।
আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান এএসপি।