নোয়াখালীতে এওজবালিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
নোয়াখালী প্রতিনিধি ঃ
নোয়াখালী সদর উপজেলার ইসহাকপুর গ্রামে মেজর (অবঃ) আবদুল মান্নান কলেজ মাঠে এওজবালিয়া গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান রোববার বিকালে সম্পন্ন হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। টুনামেন্টের আয়োজক কমিটির সভাপতি ও মেজর (অবঃ) আবদুল মান্নান কলেজ ছাত্রলীগের আহবায়ক মো.জহির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এওজবালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস জাহের, হানিফ চেয়ারম্যান বাজার কমিটির সভাপতি মো.বেলাল হোসেন, দৈনিক সচিত্র নোয়াখালী’র স্টাফ রিপোর্টার মো.সোহেল,নোয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন মানিক, সাবেক ইউপি সদস্য নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, ইসহাক পুর বঙ্গবন্ধু স্মৃতি সংঘের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সামছুল আলম, টুনামেন্টের আয়োজক মো. মাসুম ,জহির উদ্দিন প্রমুখ। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নব তরুণ স্পোটিং ক্লাব ও থ্রি জি স্পোটিং ক্লাব অংশ গ্রহন করে। খেলায় তরুণ স্পোটিং ক্লাব ৪-১ গোলে জয় লাভ করেন। খেলা শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।