কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
Tuesday, October 17, 2017
কক্সবাজার : কক্সবাজারে একটি শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম (২২) র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। কক্সবাজার সদরের খুরুশকুল এলাকায় মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে কক্সবাজারস্থ র্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ সেলিম তিন বছরের এক শিশু ধর্ষণ মামলায় তিনি একমাত্র আসামি ছিলেন। খুরুশকুলে একটি স্থানে তার অবস্থানের খবরে তাকে আটকের জন্য র্যাব সদস্যরা অভিযানে নামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিমসহ চার-পাঁচজন সন্ত্রাসী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, পরে ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা। এ ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।
কক্সবাজার সদর থানার ওসি রনজিত কুমার বড়ুয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সেলিমের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে। নিহত সেলিম কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।