নোয়াখালীতে পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ইকবাল হোসেন সুমন : নোয়াখালীর সেনবাগ উপজেলায় মো. জাহাঙ্গীর আলম (৬৬) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে ওই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের এ হত্যার ঘটনা ঘটে।
শনিবার দুপুর ১২টার দিকে ওই উপজেলার ৭নংমোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের নসর উদ্দিন পুকুরপাড় সংলগ্ন আলমগীরের দোকানের সামনের রাস্তার পাশ সেনবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত মো. জাহাঙ্গীর আলম ওই উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের ওয়াসিল ভূঁইয়া বাড়ির মৃত আবদুল হালিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের নসর উদ্দিন পুকুরপাড় সংলগ্ন আলমগীরের দোকানের সামনের রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, মো. জাহাঙ্গীর আলম নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।