ফেনীতে কেন্দ্রীয় ছাত্রদল নেতা গ্রেফতার
বুধবার, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ফেনী : কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা ছাত্রদলের একাংশের সভাপতি মেজবাহ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে দক্ষিণ আলীপুরস্থ এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করে ফেনীর দাগনভূঞা থানা পুলিশ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মেজবাহ উদ্দিনকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তার বিরুদ্ধে হরতাল-অবরোধে নাশকতাসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।