খেলা শেষে নদীতে ডুবে ৩ ব্রাজিল সমর্থকের মৃত্যু, নিখোঁজ ২যু
কক্সবাজারের চকরিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে নদীতে গোসল করার সময় ডুবে তিন ক্ষুদে ফুটবলারের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দুইজন। শনিবার সন্ধ্যার পর গ্রামবাসীর সহায়তায় নদীতে জাল টেনে তিন স্কুলছাত্রদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত ও নিখোঁজ পাঁচজনের সবাই চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র।
শনিবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতু সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী মৃত ও নিখোঁজ সবাই মাতামুহুরী নদী সংলগ্ন চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র বলে জানিয়েছেন।
নিহতরা হলো-আনোয়ার হোসেনের দুই ছেলে- ১০ম শ্রেণী পড়ুয়া আমিনুল হোসাইন এনশাদ ও ৮ম শ্রেণী পড়ুয়া আফতাব হোসেন মেহরাব এবং ১০ম শ্রেণীর আরেক ছাত্র মো. ফারহান। নিখোঁজ দুই ছাত্র হলো- কানু ভট্টাচার্যের ছেলে ১০ম শ্রেণী পড়ুয়া তূর্য ভট্টাচার্য এবং মো. রফিকুল ইসলামের ১০ম শ্রেণী পড়ুয়া ছেলে সায়ীদ জাওয়াদ অরবি।
স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে ওসি বখতিয়ার বলেন, পরীক্ষা শেষে চকরিয়া গ্রামার স্কুলের কিছু শিক্ষার্থী স্কুলের পাশে ফুটবল খেলে। বিকাল ৫টার দিকে এদের মধ্যে ছয়জন খেলার মাঠের পার্শ্ববতী মাতামুহুরী নদীতে গোসলে নামে। এদের মধ্যে একজন কূলে উঠতে সক্ষম হলেও নদীর স্রোতে ভেসে যায় অন্য পাঁচজন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চকরিয়া ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনের লাশ উদ্ধার করেছেন। বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছেন ওসি।