তুরাগ নদীতে নেমে প্রাণ গেলো দুই স্কুলছাত্রীর
পরে বিকেল সোয়া ৪টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলো- গাজীপুরের কালীগঞ্জ সদর উপজেলার শরিফ হোসেনের মেয়ে সামিরা আক্তার (১০) ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার খুকন মিয়ার মেয়ে সোহাগী আক্তার (৯)।
তাদের পরিবার তুরাগ থানাধীন বাটুলিয়া এলাকায় বসবাস করে। নিহত সামিরা ঢাকার উত্তরা মডেল একাডেমী স্কুলের চতুর্থ শ্রেণীর এবং সোহাগী একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মাহাবুব হোসেন জানান, উত্তরা মডেল একাডেমী স্কুলের তিন ছাত্রী সামিরা, সোহাগী ও হাবিবা স্কুল ছুটির পর বাড়ি রওনা দেয়। পথে তার কামারপাড়া তালতলা ফেরিঘাট এলাকায় তুরাগ নদীর পাড়ে স্কুল ব্যাগ রেখে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সামিরা ও সোহাগী পানিতে তলিয়ে যায়। তবে হাবিবা সাঁতরে কূলে ওঠে।
পরে হাবিবার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে সামিরা ও সোহাগীকে খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালিয়ে বিকেল সোয়া ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।