নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রগতি চাকমা
রাঙ্গামাটি : ৬ হাজার ৪৭১ ভোটের ব্যবধানে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রগতি চাকমা। তাঁর নির্বাচনী প্রতীক ছিল আনারস। প্রগতি চাকমা মোট ভোট পেয়েছেন ১৪ হাজার ৪৪৮।
তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রণতি রঞ্জন খীসা কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৫ এবং একমাত্র নারী প্রার্থী কল্পনা চাকমা দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৩৬ ভোট।
বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ এ ফলাফল ঘোষণা করেন।
প্রগতি চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থিত প্রার্থী ছিলেন। এছাড়া অন্য দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
এ নির্বাচনে মোট ২৩ হাজার ২৬৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ২২ হাজার ৯৩৭ এবং অবৈধ ভোটের সংখ্যা ৩২৬। উপনির্বাচনে চারটি ইউনিয়নে মোট ৩২ হাজার ৮৫৪ জন ভোটার ছিলেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ছিল ১৫ হাজার ৮৪৬ ও পুরুষ ভোটারের সংখ্যা ১৭ হাজার ৮ জন।
প্রসঙ্গত, গত ৩ মে নিজ কার্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহসভাপতি অ্যাডভোকেট শক্তিমান চাকমা। তার মৃত্যুর পর শূন্য আসনে বুধবার (২৫ জুলাই) উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।