নোয়াখালীতে বৃহস্পতিবার হরতাল
নোয়াখালী প্রতিনিধি
:
জেলার চৌমুহনীতে যুবদল কর্মী নিহতের ঘটনায় বৃহস্পতিবার অবরোধের পাশাপাশি হরতালের ডাক দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্য চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকালে বেগমগঞ্জের চৌমুহনী শহরে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় পুলিশ গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ হয়ে মো. রুবেল (৩০) ও মহসিন (৩২) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রুবেল সেনবাগ উপজেলার গোপালপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। তিনি চৌমুহনী বড়পুলের কাছে একটি কনফেকশনারির দোকানের মালিক। মহসিন চৌমুহনীর হাজীপুর এলাকার খোরশেদ বাবুর্চির ছেলে।
নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদ উদ্দিন চৌধুরী এ দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিতে তাঁদের মৃত্যু হয়।