যুগান্তরের নোয়াখালী প্রতিনিধি মো. হানিফ আর নেই
নোয়াখালী : দৈনিক যুগান্তর পত্রিকার নোয়াখালী প্রতিনিধি মো. হানিফ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মৃত্যুকালে দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে নোয়াখালী জেলার সব সাংবাদিক, বিভিন্ন রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
তার প্রথম জানাজা বাদ জুমার পর শহররের সরকারি আবাসিক এলাকার ফ্ল্যাট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।