নোয়াখালীতে অপহৃত স্কুলছাত্রী খাগড়াছড়ি থেকে উদ্ধার
নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা থেকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে নবম শ্রেণির ছাত্রীকে খাগড়াছড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই ঘটনায় পুলিশ মূল অপহরণকারী মো. অন্তর ও অটোরিকশার(সিএনজি) চালক মো. তারেককে আটক করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি থানার সহযোগিতায় কোম্পানীগঞ্জ থানার এসআই শিশির কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এদিকে ওই ছাত্রীর মা বিবি ফাতেমা কোম্পানীগঞ্জ থানায় মো. অন্তর, মো. তারেক ও মো. রিমনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
ছাত্রীর মা বিবি ফাতেমা জানান, তার মেয়ে বসুরহাট পৌরসভা মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে মাকসুদাহ স্কুল রোড থেকে অন্তর, তারেক ও রিমনসহ তিন-চারজন অটোরিকশায় তুলে কবিরহাটের দিকে নিয়ে যায়। বিষয়টি জানার পর কোম্পানীগঞ্জ থানায় অবহিত করেন ছাত্রীর মা। শনিবার বিকেলে খাগড়াছড়ি থানার সহযোগিতায় ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী অন্তর ও তারেককে আটক করা হয়।