ঢাকার ধানমণ্ডিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নারীর মৃত্যু
ঢাকা : রাজধানীর ধানমণ্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দু’জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডে আহত দুই নারীসহ তিনজনকে হাসপাতালে আনা হয়। পরে এক নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি বলে জানান বাচ্চু মিয়া।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টা ২৫ মিনিটে ধানমণ্ডির ৬/এ’র একটি ১২তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিডার আজাদ জানান, সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
নিহত নারীর নাম জামিলা কুটি (৬০)। তার স্বামীর নাম মৃত সাহেব আলী। গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামে। তিনি এক মাস ধরে গৃহকর্মীর কাজ করছেন। ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডের সময় জামিলা সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জামিলাকে মৃত ঘোষণা করেন।