নোয়াখালী সংবাদপত্র সম্পাদক পরিষদে মিরণ সভাপতি, রফিক সম্পাদক নির্বাচিত
Saturday, January 25, 2020
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালী সংবাদপত্র সম্পাদক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে অর্ধ সাপ্তাহিক অবয়ব সম্পাদক সম্পাদক ও নোয়াখালী সংবাদপত্র পরিষদের সভাপতি আবুল হাসেম এর সভাপতিত্বে নোয়াখালী প্রেসক্লাব ভবনের হলরুমে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে নোয়াখালী সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সাপ্তাাহিক নোয়াখালীর সম্পাদক এডভোকেট মির মোশাররফ হোসেন মিরণ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, দৈনিক নোয়াখালী প্রতিদিন সম্পাদক মোহাম্মদ রফিকুল আনোয়ার। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার অধিকার এর সম্পাদক এডভোকেট মোঃ ফারুক ও দৈনিক নোয়াখালীর সময় সম্পাদক নাসির উদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাতিয়ার কন্ঠ পত্রিকার সম্পাদক এম দিলদার উদ্দিন, কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নোয়াখালী পাতার সম্পাদক মাসুদুর রহমান শিপন, আইন সম্পাদক নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক আমাদের নোয়াখালী সম্পাদক গিয়াস উদ্দিন। কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক সফল সফল বার্তার সম্পাদক লিয়াকত আলী খান, দৈনিক চাটখিল বার্তা সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, সাপ্তাহিক হাতিয়ার কথা সম্পাদক সম্পাদক মাসুদুর রহমান বাবর।