সুশান্ত মৃত্যু: যে ১৪ প্রশ্নের উত্তর খুঁজবে গোয়েন্দারা!
রায়ে বলা হয়, ‘সত্য যখন সূর্যের আলোর ছোঁয়া পাবে, তখন যারা জীবিত তারাই যে শুধু ন্যায়বিচার পাবেন তা নয়। যিনি মারা গেছেন, তিনিও শান্তির ঘুম ঘুমাবেন।’
সুপ্রিম কোর্টের এ দিনের নির্দেশের পর সিবিআইয়ের স্পেশাল টিম মুম্বাই পৌঁছে মুম্বাই পুলিশের কাছ থেকে কেস ডায়েরি-সহ সমস্ত সাক্ষীর বয়ান, সাক্ষ্যপ্রমাণ, ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট-এর হ্যান্ডওভার নেবে। তদন্তের স্বার্থে সিবিআই টিম সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্টে যাবে। তদন্তের প্রয়োজনে রিয়া চক্রবর্তী, তার পরিবার-সহ সুশান্ত ঘনিষ্ঠদের আবারও ডেকে পাঠাতে পারে।
ঠিক কোন পথে এগোতে পারে তদন্ত? কি কি বিষয় নিয়ে ভাবছেন কেন্দ্রীয় তদন্তকারী দলের সদস্যরা? মুম্বাই পুলিশের দেয়া সব তথ্যের পাশাপাশি সুশান্তের ফ্ল্যাটের প্রতিটি বিষয় থাকবে গোয়েন্দাদের নজরে। পাশাপাশি ফ্ল্যাটের যে ঘর থেকে সুশান্তের দেহ উদ্ধার হয়, সেই ঘরের প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন তারা। তবে প্রশ্ন একটাই! মৃত্যুর ২ মাস পরে কি সিবিআই গোয়েন্দারা সমস্ত তথ্যপ্রমাণ সঠিকভাবে জোগাড় করতে পারবেন!
ভারতের ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদন অনুযায়ী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ১৪টি প্রশ্ন ভাবাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে। সেই প্রশ্নগুলো বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল-
১.সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি খুন?
২.সুশান্ত আত্মঘাতী হলে, তার পেছনে ঠিক কি কারণ রয়েছে?
৩.সুশান্তকে যদি খুন করা হয়ে থাকে, তবে তার নেপথ্যে কি কারণ?
৪.সুশান্তের মৃত্যুতে রিয়া চক্রবর্তীর কি ভূমিকা?
৫.সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সিনেমা জগতের কি ভূমিকা?
৬.সুশান্ত কি অর্থনৈতিক প্ররোচনার শিকার হয়েছিলেন?
৭.অর্থনৈতিকভাবে প্ররোচনার শিকার হয়ে থাকলে, তাকে কে বা কারা প্ররোচিত করেছিল বা করতো?
৮.দিশা সালিয়ানের মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর কি কোনও যোগসূত্র রয়েছে?
৯.সুশান্তের বাড়ির পরিচারক বা রান্নার লোক বা তার সংস্থার কর্মীদের কি ভূমিকা ছিল?
১০.সুশান্তের অসুস্থতা নিয়ে আসল সত্যিটা কি?
১১.সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট কতটা যথাযথ?
১২.প্রত্যক্ষদর্শীদের বয়ান কতটা বিশ্বাসযোগ্য?
১৩. ৮ জুন রিয়া এবং সুশান্তের মধ্যে কি হয়েছিল?
১৪. ১৩ এবং ১৪ জুনের আসল সত্যিটা ঠিক কি?
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘটনার পরে কেটে গিয়েছে ২ মাস। কিন্তু অভিনেতার অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই। সুশান্ত অনুরাগী অনেকের মত- আত্মঘাতী নন, খুন হয়েছেন তাদের প্রিয় অভিনেতা। ফলে সিবিআই এই ঘটনার তদন্ত করুক বলে দাবি উঠেছিল। অভিনেতার পরিবার থেকে প্রাক্তন বান্দবী অঙ্কিতা লোখান্ডে-সহ বলিউডের বহু তারকা সিবিআই তদন্তের আর্জি জানান। এরপরে আদালতের এদিনের এই রায়।