‘হাওয়া’ ছবির পরিচালকের বিরুদ্ধে মামলা

Wednesday, August 17, 2022

 


 বিনোদন ডেক্স : ‘হাওয়া’ চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লংঘনের অভিযোগে তার নামে মামলা করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করা হয়। সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর অসীম মল্লিক।

আদালত সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর ধারা ৩৮ (১-২), ৪১ ও ৪৬ লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা। এতে সাক্ষী করা হয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আব্দুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাসকে।

 

 

এর আগে পরিবেশবাদীরা প্রশ্ন তুলেছিলেন, হাওয়া চলচ্চিত্রে একটি শালিক পাখিকে খাঁচায় প্রদর্শন ও হত্যা করে খাওয়ার চিত্র দেখানো হয়েছে। এতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন হয়েছে দাবি করে হাওয়া চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি জানায় ৩৩টি পরিবেশবাদী সংগঠন।

তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২ আগস্ট বিকেলে সিনেমাটি দেখেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। অভিযোগের সত্যতা পেয়েছে জানিয়ে বন বিভাগ জানায়, এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা নেবে। তবে চলচ্চিত্রটির পরিচালক বলছেন, ‘ফিকশন’ হিসেবে ওই দৃশ্য দেখানো হলেও কোনো বন্যপ্রাণী হত্যা করা হয়নি।

ওই দিন রাজধানীর পান্থপথে স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখার পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর অসীম মল্লিক বলেছিলেন, সিনেমাটিতে খাঁচায় একটি শালিক পাখি দেখানো হয়েছে। কিন্তু যেটা খাওয়া হয়েছে, সেটি আসলে শালিক পাখির মাংস কি না, সে বিষয়ে তারা তদন্ত করে প্রতিবেদন অধিদপ্তরে পাঠাবে।

তখন অভিযোগের বিষয়ে ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন বলেছিলেন, চলচ্চিত্রে একটি নেতিবাচক চরিত্রকে ফুটিয়ে তুলতে খাঁচায় আটকানো শালিক পাখি এবং সেটিকে খাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। কিন্তু খাওয়ার দৃশ্য আসল নয়। সেখানে আসলে মুরগি খাওয়ানো হয়েছে।

তিনি বলেন, এখানে পজিটিভভাবে চরিত্রটা দেখানো হয়নি। একটি নেতিবাচক চরিত্রের, খারাপ মানুষের দৃশ্যায়নের অংশ হিসেবে পুরো ঘটনাটি দেখানো হয়েছে। ফলে সেটা দেখে কেউ এ ধরনের কাজে উৎসাহিত হওয়ার কারণ নেই।

গত ২৯ জুলাই চলচ্চিত্রটি মুক্তি পায় ‘হাওয়া’। ছবিটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল প্রমুখ।


হাতিয়ায় স্রোতের তোড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, গ্রেফতার ৩

আর ঘরে বসে থাকার সময় নেই : মির্জা ফখরুল

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ডব্লিউএইচও’র প্রশংসা: মোমেন

১২০ টাকার দ্বন্দ্বে দিনমজুরকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

হাতিয়ায় স্রোত টেনে নিয়ে গেল এক বৃদ্ধকে: এখনও নিখোঁজ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ দুই তরুণ গ্রেফতার

চুরি করতে গিয়ে যুবককে ছুরিকাঘাত, অতঃপর

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ওবায়দুল কাদের

দুই শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়লো

১৫ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা বিএনপির

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা

হাতিয়ায় গভীর সমুদ্রে ফিশিং ট্রলারে লুটপাট ও মারধরে আহত ৭

হাতিয়ায় সহকারী প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ও মরহুম শিক্ষকদ্বয়ের স্মরণে দোয়া

এই সম্পর্কিত আরো