হাতিয়ায় শহীদ মিনারে জুতা পায়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের ফটোসেশন
স্টাফ রিপোর্টার : নোয়াখালীর হাতিয়া উপজেলায় শহীদ মিনারে সশস্রবাহিনী দিবসে আলোচনা সভা ও দোয়ার মাহফিল শেষে সৈনিক ও অবসরপ্রাপ্ত সৈনিকরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে জুতা পায়ে ফটোসেশন করেছে। ফটোসেশনের এই ছবিটি কয়েকজন সৈনিক তাদের বিভিন্ন আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। জুতা পায়ে শহীদ মিনারের অবমাননার এই ছবিটি দেখে দ্বীপজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে কমেন্টস করেছেন শহীদ মিনার একটি স্পর্শকাতর স্থান। এতে জুতা পায়ে দিয়ে ফটোসেশন করা মানে শহীদদের অবমাননা করার সামিল। আবার সৈনিকরা সেই ছবি নিজেদের ফেসবুকে পোস্ট করলে মুহূর্তেই তা ছড়িয়ে যায়। এ ঘটনায় এলাকাবাসীও বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে।