হাতিয়ায় কৃষি উপকরণ, ল্যাপটপ,সাইকেল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
কৃষ্ণ চন্দ্র মজুমদার : হাতিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কৃষকদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ, ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ এবং বিভিন্ন পেশাজীবীদের সংগে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, পৌর মেয়র একেএমইউছুফ আলী, আ’লীগের সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমেদ, এএসপি হাতিয়া সার্কেল মো. গোলাম ফারুক।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুররহমান, আ’লীগের দপ্তর সম্পাদক বখতিয়ার খিলজী মুজিব, উপজেলা আ’লীগের সহ সভাপতি মাষ্টার কেফায়েত উল্যাহ, মুক্তিযোদ্ধা একেএম মানছুরুলহক, কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের প্রমুখ।
মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান স্থানীয় কৃষকদের মাঝে কৃষি বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি প্রদান করেন। এসময় তিনি দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ এবং মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ১০ জন ছাত্রীকে একটি করে বাইসাইকেল প্রদান করেন।