হাতিয়া পৌর নির্বাচন ৩০ জানুয়ারি, ভোটারেরা চান স্বাধীন ভোটাধিকার

Monday, December 14, 2020


স্টাফ রিপোর্টার :  ৩০ জানুয়ারিকে কেন্দ্র করে হাতিয়া পৌরসভার নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ বিকেলে ইসি সচিব ৩য় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। এ ৬৪ পৌরসভার মধ্যে হাতিয়া পৌরসভার নামও ঘোষণা করা হয়েছে। এসব পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। তাই পৌরসভার নির্বাচনকে  টার্গেট করে হাতিয়া পৌরসভার সর্বত্র বড় দুই দলের মনোনয়ন নিয়ে বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কে হচ্ছেন এ নিয়ে চলছে ভোটারদের মাঝে তীব্র উত্তেজনা।
তফসিল ঘোষণার অনেক আগ থেকে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে-ময়দানে আগাম প্রচারে সরব ছিলেন। অনেকেই ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও কর্মী সমাবেশ শুরু করছেন। সামাজিক নানা অনুষ্ঠানে হাজির হচ্ছেন প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা।
তবে সবচেয়ে বেশি তোড়জোড় চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে। হাতিয়া পৌরসভায় মেয়র পদে বিগত দুই সেশন নির্বাচনে পরিচ্ছন্ন নেতা একেএম ইউছুফ আলী ও তাঁর সাথে প্রতিদ্ধন্দ্বি প্রার্থী এডভোকেট মো. ছাইফ উদ্দিন আহমেদের মাঝে হাড্ডা হাড্ডি লড়াইয়ে দুই বারই একেএম ইউছুফ আলী মেয়র নির্বাচিত হয়েছেন। এবারও মনোনয়ন প্রত্যাশী এ দুই প্রার্থী অনেক আগ থেকেই মাঠে নেমেছেন। এরইমধ্যে সাম্প্রতিক সময়ে হাতিয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ১নং ক্রমিকে সাবেক এমপি অধ্যাপক ওয়ালী উল্যাহর পুত্র ওবায়েদ উল্যাহ বিপ্লব ও ২য় ক্রমিকে  পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন আহমেদের নাম চুড়ান্ত করে এ দুই প্রার্থীর তালিকা জেলা কমিটির নিকট প্রেরণ করেছেন। এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওবায়েদ উল্যাহ বিপ্লবের নাম ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
অন্যদিকে বিএনপি থেকে পৌর বিএনপির সভাপতি কাজী মো. আবদুর রহিম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রব রাশেদ দলীয় মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেতে বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও গোপনে চালাচ্ছেন তোড়জোড়।
হাতিয়া পৌরসভা সুত্রে জানা গেছে, ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার আয়োতন ৩৫.০৫ বর্গ কিলোমিটার। পৌরসভাটির জনসংখ্যা প্রায় ৭০ হাজার। মোট ভোটার সংখ্যা প্রায় ৩২ হাজার। ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে এই পৌরসভায় আওয়ামী লীগ থেকে দলীয় মনোয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন তৎকালীন পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম ইউছুফ আলী। তাঁর সাথে প্রতিদ্ধন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগ বিদ্রোহী এডভোকেট মো. ছাইফ উদ্দিন আহমেদ এবং বিএনপি থেকে প্রার্থী ছিলেন পৌর বিএনপির সভাপতি কাজী মো. আবদুর রহিম।
সরেজমিনে খবর নিয়ে জানা গেছে, অশান্ত হাতিয়ায় আওয়ামী লীগের বিরাজমান গ্রুপিং দলীয় হাই-কমান্ডের হস্তক্ষেপে নিরসন হওয়ায় সেখানে এখন রাজনৈতিক শান্তি বিরাজ করছে। দলীয় গ্রুপিংয়ের কারণে ২০১১ ও ২০১৫ সালের হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী মাঠে সরব ছিলো। আসন্ন পৌর নির্বাচনে যাকেই নৌকা প্রতীক মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে কাজ করবেন দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, হাতিয়া আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে রাজনৈতিক ঐক্য হওয়ায় এবার পৌরনির্বাচনে বিদ্রোহী প্রার্থী না থাকার সম্ভাবনা বেশি। এ সুবাদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলে অনেকের দাবি।
অপরদিকে বিএনপির তৃণমূল কর্মীরা বলছেন, হাতিয়ায় বিএনপি এখন সাংগঠনিকভাবে শক্তিশালী। দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হয়, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন তারা। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগন উৎসাহের সাথে কেন্দ্রে গিয়ে তাদের ভোটের অধিকারের জবাব দিবেন।
তবে স্থানীয় জনগনের ভাষ্য হলো- দেশে চলমান উপ-নির্বাচনের মতো আসন্ন পৌর নির্বাচন চান না ভোটাররা। তারা চান সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ একটি নির্বাচন। এখানে প্রার্থীদেরকে দলীয় পরিচয়ে বিচার করা হয় না, বিচার করা হয় ব্যক্তি ইমেজকে। তাই  নির্বাচনে প্রার্থী যেই হোক ভোটাররা যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন – এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের।


লঞ্চ মালিকদের অতি লোভে দুর্ভোগের শিকার হাতিয়ার যাত্রীরা

যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা, ইয়াবাসহ প্রধান আসামি গ্রেফতার

পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

হাতিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কিছু করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর ওপর অভিমান করে প্রবাসীর আত্মহত্যা

‘খালেদা জিয়ার কোনো দুর্ঘটনা ঘটে এর হিসাব কড়া-গন্ডায় সরকারকে দিতে হবে’

হাতিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ইউএনও

নোয়াখালীতে ওয়ান শুটার গানসহ ২ তরুণ গ্রেফতার

হাতিয়ায় বিদ্যুৎ ভবন উদ্বোধন করলেন স্থানীয় এমপি

হাতিয়ায় স্রোতের তোড়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

হাতিয়ায় নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

পকেটে মিলল গুলি, শয়ন কক্ষে ওয়ান শুটারগান, গ্রেফতার ৩

আর ঘরে বসে থাকার সময় নেই : মির্জা ফখরুল

এই সম্পর্কিত আরো