হাতিয়ায় সহ-ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মোঃএনায়েত হোসেন : আজ বুধবার সকালে দ্বীপ হাতিয়া উপজেলায় বাংলাদেশের উপকূলীয় বনায়ন ও পুনঃ বনায়নে কমিউনিটি ভিত্তিক অভিযোজন (আইসিবিএএআর) প্রকল্প পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় উপজেলা সভাকক্ষে ২দিন ব্যাপি সহ-ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্ধোধন করেন,সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.ইমরান হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,অধ্যাপক ড.মোঃআব্দুর রব মোল্লা, অধ্যাপক ড.মোঃনিয়ামুল নাসের,অধ্যাপক ড.মোহাম্মদ মাহবুবুর রহমান, ইউএনডিপি বাংলাদেশ নোয়াখালী জেলা প্রতিনিধি মিজানুর রহমানসহ হাতিয়া উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী এবং সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় আবহাওয়া, জলবায়ু, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের মৌলিক উপাদান,জলবায়ু পরিবর্তন মোকাবেলা,জলবায়ু পরিবর্তনের কারণ,উপকূলীয় জীববৈচিত্র্য, উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী এর পটভূমি, ইতিহাস, বিস্তৃত, দক্ষিণ অঞ্চলের দুর্যোগ প্রভাব ও প্রতিরোধে এই বেল্টের ভূমিকা এবং হুমকি এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এই প্রশিক্ষণ কর্মশালাটির বাস্তবায়ন করেন,নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট।