হাতিয়ায় ১০টি বিন্দি জাল সহ ১৮ জন জেলে আটক
স্টাফ রিপোর্টার : আজ দুপুরে নোয়াখালী দ্বীপ হাতিয়া উপজেলার মেঘনা নদীতে অবৈধ ভাবে মাছ ধরতে গেলে ১৮ জন জেলেকে ১০টি বিন্দি জাল সহ আটক করে কোস্ট গার্ডের একটি টিম।
হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান,নদীতে কোন প্রকার ইলিশ মাছ ধরা বা,বিন্দি জাল,কারেন্ট জাল বসানো সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়।এছাড়াও প্রতিদিনের মতো আজকেও আমাদের রুটিন অভিযান নদীতে ছিল। এরপরও জেলেরা নদীতে গিয়ে অবৈধভাবে ইলিশ মাছ ও বিন্দি জাল দিয়ে নদীতে মাছ ধরতে যায়। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তমরদ্দির মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলে কাটাখালী সংলগ্ন এলাকা হতে ১০টি বিন্দি জাল সহ ১৮ জন জেলেকে নদী থেকে আটক করতে সক্ষম হয়েছি। জব্দকৃত জাল গুলো আগুনে পোড়ানো হয় এবং জেলেদের ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হলে প্রতি জন জেলেকে ৪০০০/- টাকা করে জরিমানা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন।