হাতিয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা ও লিফলেট, মাস্ক বিতরণ
ইসমাইল হোসেন কিরন : মূখে মাস্ক ব্যবহার না করে জনসম্মূখে আসায় ৭টি মামলায় ৬হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার তমরদ্দি বাজারে পথচারীদের এসব জরিমানা করা হয়।
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সকাল থেকে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠে করছে ভ্রাম্যান আদালত । এরই অংশ হিসাবে মূখে মাস্ক ব্যবহার না করা, ট্রলারের যাত্রীদের মাস্ক ব্যবহার করতে না বলাই ৭জনকে ৬হাজার ৫শতটাকা জরিমানা করেন।
এসময় তমরদ্দি ঘাটে ঢাকা-হাতিয়া রুটে চলাচলকারী এমভি তাসফির লঞ্চের সুপারভাইজারকে যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট গরীব অসহায় পথচারীদের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করেন।
এব্যাপারে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহজাহান বলেন, সম্প্রতি করোনার সংক্রামন বেড়ে যাওয়ায় সরকার ৬টি নির্দেশনা জারি করেন। সেই নির্দেশনা মোতাবেক মাঠে কাজ করছে প্রশাসন।