হাতিয়ার ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড
Sunday, September 4, 2022
ইসমাইল হোসেন কিরন : নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইয়াবাসহ মোঃ আরিফ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তার সাথে থাকা ৯০২ পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পূর্ব লক্ষিদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত মোঃ আরিফ হাতিয়া উপজেলার মধ্যম লক্ষিদিয়া গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব লক্ষিদিয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল। এসময় মাদক বিক্রিকালে ৯০২ পিস ইয়াবাসহ মোঃ আরিফকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের এ অভিযান অব্যহত থাকবে।