হাতিয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়ীতে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা

Sunday, March 12, 2023


ইসমাইল হোসেন কিরন : নোয়াখালী হাতিয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়ীতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছে বিবি মরিয়ম (১৯) নামে এক তরুণী। শনিবার রাতে আশংকাজনক অবস্থায় সেই তরুনীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় রাতে পুলিশ প্রবাসীর মা ও বোনকে আটক করে থানায় নিয়ে আসে।

শনিবার সন্ধ্যায় উপজেলার নলচিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রবাসী আবুল কালাম খানসাবের বাড়ীতে এই ঘটনা ঘটে।
বিষ পানে আত্মহত্যার চেষ্টা করা তরুণী বিবি মরিয়ম উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর গুল্লাখালী গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিকের মেয়ে।

তরুনীর বড় বোন মর্জিনা বেগম জানান, ওমান প্রবাসী খান সাবের সাথে তাঁর বোন বিবি মরিয়মের দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছে। মোবাইলে তাদের প্রতিদিন কথা হত। গত ৯ মার্চ খান সাব দেশে আসেন। শনিবার তারা দুজন হাতিয়া উপজেলা সদরে দেখা করেন। কিছু সময় এক সাথে থাকার পর কিছু না বলে খানসাব বাড়ীতে চলে যান।

তিনি আরো জানান, বিকালে মরিয়ম তাকে নিয়ে খান সাবের বাড়ীতে যায়। তাদেরকে দেখে খান সাবের পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। একপর্যায়ে এই সম্পর্ক মেনে নিবেন না বলে তাদেরকে বাড়ী থেকে চলে যেতে বলেন। এই সময় বাড়ীতে আগেই অবস্থান করা খান সাব পালিয়ে যান। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে খানসাবের পরিবারের সদস্যরা দুই বোনকে পিটিয়ে বাড়ী থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাথে করে নেওয়া ইদুরের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে মরিয়ম। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্লা জানান, তরুনী পেটে ইদুরের ঔষধ পাওয়া গেছে। তার শরীরের আঘাতের চিহৃ আছে। এখনো সে শংকা মুক্ত নয়।

নলচিরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য খালেদুল হাই শাহীন জানান, এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েটি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

এদিকে মরিয়মের বোন মর্জিনা বেগম এই ঘটনায় প্রবাসী আবুল কালাম খানসাব ও তাঁর পরিবারের ৬ সদস্যকে আসামী করে হাতিয়া থানায় একটি লেখিত অভিযোগ দিয়েছে।

এই ঘটনায় প্রবাসীর মোবাইলে একাধিকবার চেষ্ঠা করলেও তা বন্ধ পাওয়া যায়।

এই ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, হাসপাতালে ভর্তি তরুনীর সাথে কথা হয়েছে। এই ঘটনায় তার বোন থানায় একটি লেখিত অভিযোগ দিয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য প্রবাসীর মা ও বোনকে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।


‘স্যার’ বিড়ম্বনা 

বিএনপির হৃদয়ে পাকিস্তানি চেতনা: কাদের

গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল

হাতিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যাত্রী বেশে ছিনতাই: পাইপগানসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ

এ এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকায় উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

নোয়াখালীতে মডেল মসজিদে বিস্ফোরণ: বিস্ফোরকের আলামত নেই

হাতিয়ায় ইফতার সামগ্রী বিতরণ

বেগমগঞ্জে ১১ পাসপোর্ট দালাল গ্রেফতার

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৬

নোয়াখালীতে ৬ হাজার মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ

এই সম্পর্কিত আরো