হাতিয়ায় তিন ফার্মেসীকে অর্থ দন্ড
মোঃ এনায়েত হোসেন : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন ফার্মেসীকে অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ মার্চ) বিকালে হাতিয়া উপজেলার বিভিন্ন বাজারে ফার্মেসী গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু।
অভিযান চলাকালীন সময় চৌমুহনী বাজারের মা ফার্মেসীকে ২৫০০০ টাকা, জননী ফার্মেসীকে ৫০০০ টাকা এবং সাগরিয়া বড় পুল এলাকায় প্যারাগন ফার্মেসীকে ৪০০০০ টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী পরিচালক, প্রশাসন,নোয়াখালী জেলা প্রসিকিউশন মোঃ শেখ আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু বলেন, ড্রাগ আইন ১৯৪০ এর ১৮(গ) ধারা এবং ২৭ ধারায় এই ৩টি ফার্মেসীকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থ জরিমানা করা হয়।