এ এম উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
হাতিয়া : আবদুল মোতালেব (এ ,এম )উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এস এস সি পরীক্ষার্থী/২৩ এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিদ্যালয় মিলনায়তনে দুইশতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ,ন,ম, হাছান এবং প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নাজিম উদ্দিন আহমেদ।
উক্ত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এ এম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সাইফুল্লাহ , সিনিয়র শিক্ষক বিমান চন্দ্র দে এবং অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যাপিকা ইয়াছিন আরা বেগম ও হাতিয়া প্রেসক্লাবের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার।